ইসলামিক সাধারণ জ্ঞান-বিষয় : আল কুরআন

- আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
- পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে?
উত্তর : ১১৪টি।
- পবিত্র কুরআনে মোট পারা সংখ্যা কত?
উত্তর : ৩০টি।
- পবিত্র কুরআনের রুকু বা অনুচ্ছেদ কতটি?
উত্তর : ৫৫৪টি।
- পবিত্র কুরআনের মোট আয়াত সংখ্যা?
উত্তর : ৬৬৬৬টি।
- পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি?
উত্তর : সূরা ফাতিহা।
- পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?
উত্তর : সূরা বাক্বারা।(২৮৬আয়াত)
- পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?
উত্তর : সূরা কাওছার। (৩ আয়াত)
- পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উত্তর : সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।
- পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজীলতপূর্ণ আয়াত কোনটি?
উত্তর : আয়াতুল কুরসী (সূরা বাক্বারার ২৫৫ নং আয়াত)
- ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উত্তর : আয়াতুল কুরসী।
- পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উত্তর : সূর মূলক। (৬৭ নং সূরা)
- পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উত্তর : সূরা ইখলাস।(১১২ নং সূরা)
- পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উত্তর : সূরা ইখলাস।
- কোন সূরাটি পবিত্র কুরআনের এক চতুর্থাংশের সমপরিমাণ?
উত্তর : সূরা কাফিরুন। (১০৯ নং সূরা)
- পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?
উত্তর : সূরা কাহাফ। (১৮ নং সূরা)
- পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উত্তর : সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (১৮ নং সূরা)
- পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমআর দিন ফজরের নামাজে তিলাওয়াত করা সুন্নাত?
উত্তর : সূরা সাজদা ও দাহার।
- পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমআর নামাজে তিলাওয়াত করা সুন্নাত?
উত্তর : সূরা আ’লা ও গাশিয়া।
- পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়েছে?
উত্তর : তেইশ বছরে।
- মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনের কত স্থানে উল্লেখ হয়েছে?
উত্তর : চার স্থানে। ১) সূরা আল ইমরান, আয়াত-১৪৪, ২) সূরা আহযাব, আয়াত-৪০, ৩) সূরা মুহাম্মাদ, আয়াত-২ , ৪) সূরা ফাতাহ, আয়াত-২৯
- পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উত্তর : সূরা আলাকের ১ম ৫টি আয়াত।
- পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উত্তর : সূরা বাক্বারার ২৮১ নং আয়াত। (আল ইতক্বান ফী উলূমিল কুরআন)
- পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্নাঙ্গরূপে নাযিল হয়?
উত্তর : সূরা ফাতিহা
সংকলনে : মোঃ মাছউদুর রহমান