অবিলম্বে সংস্কার পূর্বক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে -অধ্যাপক আশরাফ আলী আকন

- আপডেট সময় : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত মুজাহিদ প্রজন্ম ও যুব ব্যাবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, সংষ্কার ও নির্বাচনহীন পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দিচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সমৃদ্ধ দেশ গঠন করতে চেয়েছিলাম, তার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টেকসই সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আন্তরিক হবেন বলে আশাবাদী।
অবিলম্বে সংস্কার পূর্বক প্রোপোরশনাল রিপ্রেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
আজ ১৪ই মার্চ (শুক্রবার) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আশরাফ আলী আকন আরো বলেন, ভক্তি ও শক্তির সমন্বয় হতে হবে। সমাজের ভাল মানুষকে ভক্তি করা হয় কিন্তু শক্তি থাকে টাউট, বাটপারদের কাছে। যার ফলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। সুতরাং দেশের কল্যাণকামী জনতাকে ভাল মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশে এখনো শিশু ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাই যদি ঘটে, তাহলে এই অভ্যুত্থান অর্থবহ হয়েছে বলে বলা যায় না।
তিনি আরো বলেন, মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু ধর্মের নেতা ছিলেন না, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। তিনিই পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান প্রনয়ণ করেছেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ দূর করেছেন। তিনি মানুষের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দারিদ্র, ক্ষুধা, নিরক্ষরতা নিরসনে কাজ করেছেন। এটাই ইসলামী কল্যাণ রাষ্ট্রের চরিত্র।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বাছির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, মাগুরায় শিশু আছিয়ার নির্মম ধর্ষণকান্ড ও মৃত্যু আমাদেরকে সভ্য জাতী হিসেবে লজ্জিত করেছে। আমরা চাই, এই আছিয়াই শেষ আছিয়া হোক, আর কোনো নারী-শিশু ধর্ষিতা না হোক। আমরা এই জঘন্য ধর্ষণসহ সকল ধর্ষণের দ্রুত ও প্রকাশ্যে বিচার চাই।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম, শিক্ষক ফোরাম নেতা প্রভাষক শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, যে আদর্শ ছিল প্রিয় নবীজির। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশটাকে সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই এদেশের লাখো কোটি মানুষকে আল্লাহর ভয় এবং দেশপ্রেম শিখিয়েছেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার কথা বলেন। তার অনুসারীদের সন্তানদেরকে আমরা মুজাহিদ প্রজন্ম হিসেবে সম্বোধন করি।
আজ যেসকল মুজাহিদ প্রজন্মের বন্ধুগণ উপস্থিত হয়েছেন, সবাইকে উদাত্ত্ব আহ্বান জানাই, আপনারা ব্যক্তি আদর্শ থেকে শুরু করে রাজনৈতিক আদর্শসহ সকল ক্ষেত্রে ইসলামের পরিপালন করুন, দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে সফল হবেন ইনশাআল্লাহ।
বার্তা প্রেরক
মুহাম্মাদ আবু বকর সিদ্দীক
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসালামী যুব আন্দোলন বাংলাদেশ
+৮৮০ ১৩০৪৭৪৪৫০০