ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন।

- আপডেট সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অদ্য ১৩-০৩-২৫ রোজ বৃহস্পতিবার, তেজগাঁও প্রথম আলো অফিস সংলগ্ন চারুলতা চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর আওতাধীন তেজগাঁও থানার 15 ও 17 নং ওয়ার্ডের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন তেজগাঁও থানা সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় এবং মুহাম্মদ সোহেল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নতুন কমিটিকে শপথ বাক্য পড়ান ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গাজী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ আব্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার সভাপতি ডাক্তার আখতার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাব্বির খান, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তেজগাঁও থানা শাখার দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন তেজগাঁও থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ইউনিট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ রমজানের রোজা, নামাছ ও আমলের গুরুত্ব এবং সাংগঠনিকভাবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আনুগত্য এবং আওতাধীন এরিয়ায় যুব সমাজকে ইসলামের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে উদ্যমি হয়ে কাজ করার প্রতিজ্ঞা বদ্ধ হতে উদ্বুদ্ধ করেন।
নগর দাওয়া প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আব্বাস এর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।