সংবাদ শিরোনাম ::
সুদখোরের সাথে শরীকানা কুরবানী করা বৈধ হবে কি না?

ইসলাম ডেস্ক :
- আপডেট সময় : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
প্রশ্ন : সুদখোরের সাথে শরীকানা কুরবানী করা বৈধ হবে কি না?
উত্তর : সুদখোর যদি সুদের টাকার মাধ্যমে শরীকানা কুরবানী করে তাহলে কারো কুরবানী শুদ্ধ হবে না।
তবে হালাল টাকার মাধ্যমে শরীক হলে শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সতর্কতা বশতঃ এমন ব্যাক্তিদের সাথে কুরবানী না করাই উত্তম।
সূত্র :
ফতোয়ায়ে শামী ৯/৪৭২
আল বাহরুর রায়েক ৮/৩২৫
আহসানুল ফতোয়া ৭/৫০৩
সৌজন্যে : মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ