উত্তরা ১ নং সেক্টর জামে মসজিদের ইমাম মাও. রহমতুল্লাহ মাদানীর ইন্তিকাল

- আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ. এর ছাত্র ও খলিফা, জামিয়াতুস সাহাবাহ উত্তরা ঢাকা-এর সাবেক সিনিয়র মুহাদ্দিস, উত্তরা ১ নং সেক্টর জামে মসজিদের দীর্ঘ প্রায় দুই দশকের সম্মানিত ইমাম , কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানার হোসেনপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা রহমতুল্লাহ মাদানী আজ রাত ৯ টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন সদালাপী, দিলখোলা পরোপকারী মিশুক একজন অমায়িক মানুষ। মহাব্বতে রাসুল, মদীনার টানসহ ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। বইগুলো মাধ্যমে তিনি বাংলা ভাষাভাসী মুসলিমদের মাঝে এশকে রাসুলের নতুন জাগরণ সৃষ্টি করেছিলেন। জানাজা ও দাফন মরহুমের গ্রামের বাড়ী দারোরা, মহিচাইল, চান্দিনা কুমিল্লায় অনুষ্ঠিত হবে।
মাওলানা রহমতুল্লাহ মাদানীর ইন্তিকালে, জামিআতুস সাহাবার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদীস ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন খান উজানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য পদে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দীতাকারী আলহাজ্ব আনোয়ার হোসেন তাঁর গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে সর্বোত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমীন।