সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহা-২৩
জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

ইসলাম ডেস্ক :
- আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে দেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদ্যাপিত হয় ঈদুল আজহা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে আজ ১৯ জুন সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হয়।
গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবে।