জেলা সংবাদ
দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত নগর গড়া সম্ভব নয় – পীর সাহেব চরমোনাই

- আপডেট সময় : ০২:২৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল ১৮ই মে’২৩ ইং বিকাল ৫ টায় গাজীপুরের কোনাবাড়ীস্থ বিসিক ২ নম্বর গেইটে মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত নগর গড়া সম্ভব নয়। যারা নিজেরা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, যাদের আশেপাশে রয়েছে দুর্নীতিবাজ নেতা-কর্মী। যাদের নীতি আদর্শ দেশ ও মানবতা বিরোধী। তারা সঙ্ঘাতের রাজনীতিতে বিশ্বাসী। তারা কখনো দুর্নীতিমুক্ত নগর গড়তে পারে না। নগরকে সুষ্ঠু- সুন্দর করে গড়ে তুলতে হলে ক্লিন ইমেজের মেয়র লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান ক্লিন ইমেজের একজন আদর্শ মানুষ। আদর্শবান নেতা। তাকে দিয়ে দুর্নীতিমুক্ত স্মার্ট সিটি, শান্তির নগরী গড়া সম্ভব। তাই আগামী ২৫ মে শান্তির প্রতীক হাত পাখা মার্কায় ভোট দিয়ে নিরাপদ নগর গড়ার জন্য দল, মত, ধর্ম, বর্ণ সকলের প্রতি আহ্বান জানান।
কোনাবাড়ী থানা শাখার সভাপতি জি এমন রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজীজ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও নগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ, মুফতী মোঃ মাছউদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।