সংবাদ শিরোনাম ::
৬ দিনের সফরে ঢাকায় ইইউর বিশেষ প্রতিনিধি

- আপডেট সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
৬ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।
সোমবার সকালে ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।
খসড়া সফরসূচি অনুযায়ী, ইইউর বিশেষ প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
২৭ জুলাই রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন তিনি।