ঢাকা সিটি
মশার কাছে পরাজিত ঢাকার দুই সিটি কর্পোরেশন

- আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। মশক নিধন ও বংশবিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে গড়ে ১,৮৭,৩৮০০ টাকা এবং দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে ৮৪,৭২০০০ টাকা বরাদ্ধ থাকলেও কার্যকরী কোন ফলাফল নগরবাসী দেখছেন না। খোলা জায়গা, মার্কেট, মাসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, বস্তি থেকে হাইরাইজ বিল্ডিং পর্যন্ত সর্বত্রই মশার বিস্তার বেড়েছে আশংকাজনক হারে। এতে শিশু ও বৃদ্ধদের মারাত্মক ক্ষতি হচ্ছে।শাঁস কষ্টসহ বিভিন্ন রোগ-ব্যাধী দেখা দিচ্ছে। বছরে বছরে ব্যয় বাড়িয়েও মশক নিয়ন্ত্রণের সুফল পাচ্ছে না। প্রতি বছরই ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ নানা মশাবাহিত রোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় বাড়ালেও সমন্বিত কার্যক্রম অনুসরণ না করায় মশার ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। তাছাড়া অতিরিক্ত কীটনাশক ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি বলেও জানিয়েছেন তারা। দুই সিটি কর্পোরেশনের বাজেট ঘেঁটে দেখা গেছে, প্রতি বছরই বাড়ছে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের ব্যয়। চলতি অর্থবছরে সংস্থাটিতে মশক নিয়ন্ত্রণে বরাদ্দ দেয়া হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ টাকা। মূলত গত বছরের কিছু ওষুধ মজুদ থাকায় এ বছর মশক নিয়ন্ত্রণে বরাদ্দ কম দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।