ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন ভোলা জেলা ওলামা তলাবার

- আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়নের দাবিতে আজ ২১ মে (বুধবার) ঢাকা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা ওলামা-ত্বলাবার উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত ভোলা জেলার ইমাম, খতিব, হাফেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ভোলা দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে। একটি সেতুর অভাবে ভোলার জনসাধারণকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।”
তাঁরা আরও বলেন, “ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ভোলার সরাসরি সংযোগ স্থাপিত হবে এবং জাতীয় অর্থনীতিতে এই অঞ্চল আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”
মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সেতুর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, বৈষম্য নয়। ভোলার মানুষ আর অবহেলিত থাকতে চায় না।”
ঢাকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ওলামা-ত্বলাবার সভাপতি মুফতি আবুল ফাতাহ কাসেমী, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা জেলা ওলামা তলাবার সহ সভাপতি মুফতি মিসবাহুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আল মাদানী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় সদস্য এম হাসিবুর রহমান, বিশিষ্ট আইনজীবি এড. মহিবুল্লাহ খোকন, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ ও অন্যান্য ওলামায়ে কেরাম এবং ঢাকাস্থ ভোলা জেলার ছাত্র জনতা।
-প্রেস বিজ্ঞপ্তি
আহমাদুল্লাহ আব্বাস
সমন্বয়ক
মানববন্ধন কর্মসূচি
ভোলা জেলা ওলামা-ত্বলাবা
যোগাযোগ: ০১৬১৮-৬৪০০৯৫
ই-মেইল : aha9495@gmail.com