দূর্নীতি ও দুশাসন মুক্ত রাষ্ট্র গঠন করতে ইসলামী আন্দোলনকে জাতীয় নেতৃত্ব আনতে হবে- পীর সাহেব চরমোনাই

- আপডেট সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মহিউদ্দিনের সঞ্চালনায় লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ পার্টি সেন্টারে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিদেশি প্রভুদেরকে খুশি করছে। দেশের সকল খাতকে পঙ্গু করে দিয়েছে। আওয়ামী নেতাকর্মীরা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে। দূর্নীতি দুঃশাসনে ভরা এই দেশকে উদ্ধার করতে হলে ইসলামী আন্দোলনকে জাতীয় নেতৃত্বে নিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, সহকারী মহাসচিব মাওঃ ইমতিয়াজ আলম।বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন বুয়েটের ছাত্র আবারর সহ দেশের কোন হত্যার বিচার আজও করা হয়নি কারণ যারা হত্যা করেছে তারা এই আওয়ামী লীগের চত্রছায়ায় রয়েছে বলেই বিচার হয়নি। এই দেশকে সংকট থেকে উত্তোরণ করতে হলে দেশের সচেতন মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওঃ আঃ রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জয়েন্ট সেক্রেটারী মাওঃ নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওঃ মোখলেছুর রহমান সহ প্রমুখ।