সংবাদ শিরোনাম ::
মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন-এর ইন্তেকাল পীর সাহেব চরমোনাই’র মাগফিরাত কামনা

- আপডেট সময় : ০৪:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের জনপ্রিয় ওয়ায়েজ, বাংলাদেশ মুজাহিদ কমিটি রংপুর বিভাগীয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন গতকাল রাতে কুড়িগ্রাম রাজারহাট উপজেলাধীন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য গত ৬ দিন পূর্বে স্ট্রোক করে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
মরহুমের ইন্তেকালে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
পীর সাহেব চরমোনাই বলেন, মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন একজন দীনের দায়ী হিসেবে পথভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। তিনি চরমোনাই তরিক্বার একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। বৃহত্তর রাজশাহী বিভাগে চরমোনাই তরিকার জন্য অনেক ত্যাগ ও কোরবানী করেছেন তিনি। তিনি একজন আল্লাহ ওয়ালা ও মুখলেস আলেম ছিলেন। রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব একনিষ্ঠভাবে আঞ্জাম দিয়েছেন।
মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন-এর ইন্তেকালে আমরা একজন তরিক্বার প্রকৃত খাদেমকে হারালাম। তিনি দীন বিজয়ের এ মিশনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতবাসী করুন, পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমীন।