আল্লামা ইয়াহইয়ার ইন্তেকাল হাটহাজারীসহ সারা দেশে শোকের ছায়া

- আপডেট সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইয়াহইয়া গতকাল ৩ জুন’২৩ খ্রি. রাত ১ টা ১০ মিনিটে ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে হাটহাজারীসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর গত ২০ সেপ্টেম্বর ২০২০ ঈ. হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে আল্লামা ইয়াহিয়াকে ৩ সদস্য বিশিষ্ট মজলিসে ইদারি (মাদরাসা পরিচালনা কমিটির) সদস্য নির্বাচিত করা হয়।
এরপর ৮ সেপ্টেম্বর, ২০২১ ঈসায়ী মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া সাহেবকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ৩ জুন’২৩ খ্রি. বিকাল ৫টায় হাটহাজারী মাদরাসায় জানাযা শেষে মাদরাসার পাশের গোরস্থানে আল্লামা আহমদ শফী রহ. পাশে দাফন করা হবে বলে জানা যায়।