উমর বিন সাইফের ভুলচিকিৎসার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

- আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, ধানমণ্ডী আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসারত ১১ পারা কুরআনের হাফেজ মাদরাসার শিক্ষার্থী উমর বিন সাইফের ভুল চিকিৎসার সাথে যারা জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় শিশু হত্যায় দায়ে হসপিটাল কর্তৃপক্ষ এবং অপচিকিৎসার সাথে জড়িতদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃদ্বয় উমর বিন সাইফের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও উমরের মাগফিরাত কামনা করে আরো বলেন, আমরা ইতিপূর্বে দেখেছি ভুল চিকিৎসার কারণে ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে মা ও শিশুকে হত্যা করা হয়েছে। আজও এর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।এভাবে অপচিকিৎসার মাধ্যমে পিতা-মাতার বুক খালি হচ্ছে। সন্তান হারা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান তাদের মেধাবী শিক্ষার্থীদের হারাচ্ছে। সমাজ ভালো মানুষ হারাচ্ছে। আর প্রভাব-প্রতিপত্তি ও অপরাজনীতির কারণে অপচিকিৎসা ও পরিণামে মৃত্যুর সাথে জড়িতরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা চলতে পারে না। এই অপচিকিৎসার লাগাম টেনে ধরতে হবে।তা নাহলে হাসপাতালগুলো কসাইখানায় পরিণত হবে।