রাজধানীতে এবি পার্টির ‘না’ মিছিল

- আপডেট সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
সরকার পতনের চলমান এক দফার প্রতি সংহতি এবং নিজস্ব দুই দফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) রাজধানীতে ‘না’ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বর্তমান সরকারকে অবৈধ, বেআইনি ও ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করে তাদের সব কর্মকাণ্ডকে ‘না’ বলার আহ্বান ছিল এই মিছিলের মূল প্রতিপাদ্য।
শনিবার সকাল ১১টায় দলের প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু করে দলীয় নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিজয়-৭১ চত্বরে এসে এক পথসভায় মিলিত হন।
দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
দলের সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘আজ বিএনপির কর্মসূচি চলাকালে নেতাদের ওপর ন্যাক্কারজনক হামলা ও গ্রেফতার প্রমাণ করে সরকার দেশে একটা সংঘাত ও গৃহযুদ্ধ বাঁধাতে চায়। এটা ক্ষমতাসীনদের চরম নৈতিক পরাজয়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা সেটা বুঝতে পারছে না। বিএনপি কোনও কর্মসূচি দিলে একই সময়ে তারা বারবার প্যারালাল কর্মসূচি দিচ্ছে। বিএনপি তারিখ, সময় ও স্থান পেছালে তারাও তারিখ, সময় ও স্থান পরিবর্তন করছে। তাদের দেউলিয়াপনা দেখে মনে হচ্ছে, তারা বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক।’