দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল করতে হবে-খেলাফত মজলিস

- আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই কাটাতে পারে বাংলাদেশের সংকট। রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনের ৩ মাস পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
শনিবার ১৬ জুন’২৩ বিকালে নোয়াখালীতে খেলাফত মজলিস নোয়াখালী জোনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস মহাসচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল করতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আস্থায় না দিয়ে নির্বাচন কমিশন বা সরকারের একক সিদ্ধান্তে ইভিএম ব্যবহার করা যাবে না। নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশিশক্তি ও অর্থ-শক্তি মুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটির বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির নোয়াখালী জোন পরিচালক মাওলানা আবু সালমান, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় সহ-উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন চৌধুরী ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি সাইফুদ্দীন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কেএম ইমরান হোসেন প্রমুখ।