সুযোগ পেলে মাদক, সন্ত্রাস ও ময়লা-আবর্জনামুক্ত স্মার্ট নগরীতে পরিণত করবো খুলনাকে
খুলনায় ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন মাওলানা আব্দুল আউয়াল

- আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
আজ ২৮ মে’২৩ খ্রি. রবিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষনার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়াণ রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন, খুলনা মহানগর (কেসিসি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বায়ক মোঃ নাসির উদ্দিনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় সাংবাধিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আপনাদের সহযোগিতায় আমি মেয়র নির্বাচিত হলে খুলনা সিটিকে একটি মাদক, সন্ত্রাস ও ময়লা-আবর্জনামুক্ত স্মার্ট নগরীতে পরিণত করবো।পরিবেশবান্ধব নিরাপদ ও বসবাস উপযোগী সিটি গড়তে ভালো মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার পক্ষে সকল শান্তিকামী ভালো মানুষরা একত্রিত হবে।বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী-শিশুদের জন্য স্বাস্থ্যকর ও ইভটিজিংমুক্ত সিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ।