পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান

- আপডেট সময় : ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরা পশ্চিম থানা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান।
ওসি হাফিজুর রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর প্রতি বছরের মতো খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। ঈদের দিনটি ধনী-গরিব,আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ।
অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান শুভেচ্ছা বার্তায় আরো বলেন,
পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরা পশ্চিম থানা পুলিশ সবসময় মাঠে আছে। উত্তরার সকল সেক্টরসমূহে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, প্রতারণাসহ অনাকাঙ্ক্ষিত সকল দূর্ঘটনার হাত থেকে এলাকাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের থানা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী ও সিভিল ড্রেসে একাধিক ইউনিট সার্বক্ষণিকভাবে টহলে থাকবে।
আপনারা সবাই সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ❝ঈদ মোবারক”।
যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করুন নিম্নোক্ত নাম্বারে -উত্তরা পশ্চিম থানা ডিউটি অফিসার – 01320-041824, অফিসার ইনচার্জ (ওসি) 01320-041817