সংবাদ শিরোনাম ::
ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হয় এটা পৃথিবীর কোথায়ও নাই। একমাত্র আমাদের দেশেই ক্ষমতা লিপ্সু একদল দুঃশাসকদের জন্য আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে। দেশের ভাব-মর্যাদা বিহঃবিশ্বে ক্ষুন্ন হচ্ছে। অর্ধশতাব্দী পার হয়ে গেলেও আমরা স্বাধীনতাকে অর্থবহ করতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জা ও কলঙ্কের। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী প্রজন্মকে কলঙ্কমুক্ত রাখতে এবং ভোট ও ভাতের অধিকার যে কোন মূল্যে প্রতিষ্ঠা করতে হবে।
আজ শুক্রবার ৪আগস্ট’২৩ খ্রি. রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত সকালে নগরের মাসিক সভা এবং বিকালে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন পরশ, এড. শওকত আলী হাওলাদার, শরিফুল ইসলাম আরিফ, মুফতী আরমান হোসাইন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আমিনুল হক তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী আলী মুর্তাজা, নাজমুল হাসান প্রমুখ।
তিনি আরো বলেন, ‘অবৈধ সরকারের মন্ত্রীরা কথায় কথায় বলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হলে কি হয়েছে? মানুষের আয় ক্ষমতা তো বেড়েছে।’ আয়ক্ষমতা কেমন বেড়েছে? কাজীর গোয়ালের গরুর মত কাগজে আছে বাস্তবে নাই। এই আয় জিডিপিতে আছে বাস্তবে নাই। যদি বাস্তবে থাকতো তাহলে চাল কেনার জন্য টিসিবির ট্রাকের পিছনে মানুষ দৌড়াত না। দিন দিন টিসিবির গাড়ীর থেকে মাল কেনার জন্য মানুষের লাইন দীর্ঘ হচ্ছে। এটা কি প্রমাণ করে মানুষের আয়ক্ষমতা বেড়েছে?
তিনি আগামীকাল বেলা ৩টায় শহীদ হাফেজ রেজাউল করীম হত্যা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বায়তুল মোর্কারম উত্তর গেইটে আহুত বিক্ষোভ মিছিল সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।