সংবাদ শিরোনাম ::
রাজপথে মুখোমুখি কর্মসূচীতে হামলা, মামলা ও সংঘর্ষে সাধারণ জনমনে শঙ্কা-উদ্বেগ বাড়ছে
বিরাজমান সংকটের জন্য ক্ষমতাসীনরাই দায়ী-ইসলামী আইনজীবী পরিষদ

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
ইসলামী আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. শওকত আলী হাওলাদার ও সেক্রেটারী জেনারেল এড. মশিউর রহমান আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, সংঘাতের রাজনীতি করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আওয়ামী সরকার বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট কায়দায় বাঁধা দিচ্ছে, আক্রমণ করছে। সাধারণ মানুষ নিহত, আহত হচ্ছে। পুলিশের গুলিতে শিশু বাচ্চাও আহত হয়েছে। ক্ষমতাসীনরাই আজকের এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচী পালন করা সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩৭ নং অনুচ্ছেদে রাজনৈতিক সমাবেশের অধিকার দেয়া হয়েছে। প্রকাশ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক ক্ষোভ ব্যক্ত করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক কর্মসূচীতে বাঁধা প্রদান করে জনগণের সাংবিধাণিক অধিকার হরণ করেছে।