প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজ বুধবার ২৬জুলাই বাদ আসর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটি থেকে কার্যক্রমের অগ্রগতি তদারকি করা হয়। বৈঠকে কেন্দ্রীয় সভাপতি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ বিপ্লবী যুবকদেরকে জাগ্রত করেছে। সমাবেশ ঘিরে যুবকদের মধ্যে যে চেতনা শানিত হয়েছে তা সরকার পতন আন্দোলনকে তরান্বিত করবে ইনশাআল্লাহ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর উপস্থাপনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী আব্দুজ্জাহের আরেফী, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, শিল্প ও বানিজ্য সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান।