শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে-বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তর

- আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের শিক্ষাক্রম হবে এদেশের মানুষের বোধ-বিশ্বাস অনুযায়ী।ভীনদেশী কারো প্রেসক্রিপশনে এদেশের শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম চলবে না।
গতকাল ২৪ জুলাই’২৩ খ্রি. সোমবার সন্ধায় ভাষানটেকস্থ একটি রেস্তোরায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তরের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাইখুল হাদীস মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী মোঃ মাছউদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা মিজানুর রহমান মাদারীপুরী, মাওলান ফেরদাউস, জামাল উদ্দীন সরদার, মাওলানা নাহিদুল ইসলাম, এইচ এম আলী হোসাইন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হলে শিক্ষার সর্বস্থরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মানুষকে মানুষরূপে গড়ে তোলার জন্য শিক্ষা। বানর, হনুমান চতুষ্পদ জন্তু বানানোর জন্য শিক্ষা ব্যবস্থা নয়। আমাদের টেক্সের টাকা যারা অনৈতিক কাজে ব্যয় করবে, তাদের নিকট থেকে প্রতিটি পয়সার হিসেব জনগণ নিবে।