জনপ্রিয় উপস্থাপক শাহ ইফতেখার তারিক ICU তে -দেশবাসীর কাছে দোয়া কামনা

- আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
জনপ্রিয় উপস্থাপক ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী শাহ ইফতেখার তারিক মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে হলি ফ্যামিলি এবং হলি ফ্যামিলি থেকে সায়দাবাদস্থ আল কারীম জেনারেল হাসপাতালের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের ICUতে চিকিৎসাধীন। তার সুস্থ্যতার জন্য পরিবার এবং শুভাকাংঙ্খীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেয়া চাওয়া হয়েছে।
লক্ষ যুবকদের আইডল খ্যাত শাহ ইফতেখার তারিক এনটিবিতে প্রচারিত কুরআনের আলো’র জনপ্রিয় উপস্থাপক ছাড়াও তিনি একজন লেখক-গবেষক, বরেণ্য ক্যালিওগ্রাফার এবং ডিজাইনার।মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ এবং জাগ্রত কবি মুহিব খানকে নিয়ে তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি চর্চার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সুস্থ সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতি বিকাশে তার ছিল অক্লান্ত পরিশ্রম।