দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও ধর্মের অপব্যাখ্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। জোটের নেতৃবৃন্দ বলেছেন, ষড়যন্ত্রকারীরা শুধু সরকারের বিরুদ্ধে নয়, দেশের সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধেও মিথ্যাচার করে তাদের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
আজ শনিবার জতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের মহাসচিব শায়খুল হাদিস মুফতি মনিরুজ্জামান রব্বানী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জুলকার নাঈন ডালিম ও মো. জামান উদ্দিন, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান খান ও মাওলানা আব্দুর রহিম, সাংগঠনিক সচিব মুফতি বোরহান উদ্দিন আল আজিজি, ইসলামী যুব জোট নেতা মো. সাঈদ হোসেন জুয়েল প্রমুখ।