০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ জুন ২০২৫, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন ভোলা জেলা ওলামা তলাবার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করায় বিমানবন্দরে এফবিসিসিএফএএ’র সংবাদ সম্মেলন ক্যারিয়ার বাংলাদেশের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত দলিপাড়া ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু জাফর আলম উত্তরা ১১ নং সেক্টর ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া সেই গুলিবিদ্ধ ইমরান কে দেখতে গেলেন লুৎফুজ্জামান বাবর একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা-মুস্তাফিজ সেগুন গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক জাতিসঙ্ঘ শূন্য বর্জ্য দিবসে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানালেন তুরস্কের ফার্স্ট লেডি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বিএনপির প্রতি পুলিশ নমনীয়

বিএনপির পথযাত্রায় আপত্তি নেই ডিএমপির-বললেন এ্যানি

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা ডিএমপি কমিশানরে সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে ১২ জুলাই এক দফার আন্দোলন ও কর্মসূচি নিয়ে আলোচানা হয়েছে তার সঙ্গে।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই ঢাকায় বিএনপি যে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার বেলা ১১টার পর ডিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে ১২ জুলাই এক দফার আন্দোলন, যে দাবি আমরা উত্থাপন করেছি, সে দাবির কর্মসূচি নিয়ে আলোচানা হয়েছে তার সঙ্গে।’

তিনি বলেন, ‘আমরা ১৮ ও ১৯ তারিখ দুটি প্রেগ্রাম করেছি। সে অনুযায়ী উনাদের খুব একটা আপত্তি নেই। আমরা সহযোগিতা কামনা করেছি। সহযোগিতা চেয়েছি। আশা করি আমাদের উনারা সহযোগিতা করবেন। ১৮ তারিখের রুট নিয়ে উনাদের পরামর্শ ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করব।’

পদযাত্রা নিয়ে মৌখিক অনুমতি পেয়েছেন কি না, কয়েকজন সাংবাদিকের এমন প্রশ্নে এ্যানি বলেন, ‘এখানে মৌখিক আলোচনা প্রয়োজন পড়ে না।’

তিনি বলেন, ‘২২ তারিখের সমাবেশ নিয়েও আলোচনা হয়েছে। আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই মুখ্য। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এ জন্য আমরা এক দফা ঘোষণা করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করি এই সরকার পদত্যাগ করবে, সংসদ ভেঙে দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে।’

এর আগে গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে এক দফার কর্মসূচি ঘোষণা করেন।

ওই ঘোষণা অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে বিএনপির পদযাত্রা।

এ ছাড়া ওইদিন দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। একই দাবিতে ১৯ জুলাই পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির প্রতি পুলিশ নমনীয়

বিএনপির পথযাত্রায় আপত্তি নেই ডিএমপির-বললেন এ্যানি

আপডেট সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা ডিএমপি কমিশানরে সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে ১২ জুলাই এক দফার আন্দোলন ও কর্মসূচি নিয়ে আলোচানা হয়েছে তার সঙ্গে।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই ঢাকায় বিএনপি যে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার বেলা ১১টার পর ডিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে ১২ জুলাই এক দফার আন্দোলন, যে দাবি আমরা উত্থাপন করেছি, সে দাবির কর্মসূচি নিয়ে আলোচানা হয়েছে তার সঙ্গে।’

তিনি বলেন, ‘আমরা ১৮ ও ১৯ তারিখ দুটি প্রেগ্রাম করেছি। সে অনুযায়ী উনাদের খুব একটা আপত্তি নেই। আমরা সহযোগিতা কামনা করেছি। সহযোগিতা চেয়েছি। আশা করি আমাদের উনারা সহযোগিতা করবেন। ১৮ তারিখের রুট নিয়ে উনাদের পরামর্শ ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করব।’

পদযাত্রা নিয়ে মৌখিক অনুমতি পেয়েছেন কি না, কয়েকজন সাংবাদিকের এমন প্রশ্নে এ্যানি বলেন, ‘এখানে মৌখিক আলোচনা প্রয়োজন পড়ে না।’

তিনি বলেন, ‘২২ তারিখের সমাবেশ নিয়েও আলোচনা হয়েছে। আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই মুখ্য। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এ জন্য আমরা এক দফা ঘোষণা করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করি এই সরকার পদত্যাগ করবে, সংসদ ভেঙে দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে।’

এর আগে গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে এক দফার কর্মসূচি ঘোষণা করেন।

ওই ঘোষণা অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে বিএনপির পদযাত্রা।

এ ছাড়া ওইদিন দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। একই দাবিতে ১৯ জুলাই পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত।