শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করুন
নৈতিক শিক্ষার অভাবে জাতি চরম অবক্ষয়ের সম্মুখীন -জাতীয় শিক্ষক ফোরাম

- আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাঃ আব্দুস সবুর। শিক্ষা সিলেবাস থেকে সকল অসংগতি দূরীকরণ, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩দফা দাবীতে গত ২৪ জুন’২৩ খ্রি. কক্সবাজার অভিজাত হোটেল অস্টার ইকো হল রুমে অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
জাতীয় শিক্ষক ফোরামের কক্সবাজার জেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মাওলানা রিদওয়ানুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) প্রভাষক রাশেদ আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা এ আর এম ফরিদুল আলম, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ জুনাইদসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি এডভোকেট মাওলানা রিদওয়ানুল কবিরকে সেক্রেটারী করে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় শিক্ষক ফোরামের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করেন।
বক্তারা গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার মেয়র প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।