২৯ এপ্রিল শনিবার থেকে ২০১৩-২৪ শিক্ষাবর্ষে কওমি মাদ্রাসার ভর্তি শুরু
শনিবার একযোগে শুরু হচ্ছে কওমী মাদরাসায় ভর্তি

- আপডেট সময় : ০৭:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
১৪৪৪-৪৫ হিজরী (২০২৩-২৪) নতুন শিক্ষা বর্ষের ভর্তি কার্ক্রম একযোগে শুরু হচ্ছে ২৯ এপ্রিল শনিবার থেকে নতুন শিক্ষা বর্ষে নেয়া হবে ভর্তি।
বার্ষিক পরিক্ষা পরবর্তী দুমাস বন্ধ ছিল শিক্ষা কার্ক্রম। এরই মধ্যে পোস্টার, হ্যাণ্ডবিল, বুকলেট, অডিও, ভিডিও, মাইকিংসহ বিভিন্ন ধরণের প্রচারণা চালিয়েছে মাদরাসাগুলো। ভর্তি এবং নতুন শিক্ষা বর্ষের প্রস্তুতি শতভাগ সম্পন্ন বলে জানিয়েছেন মাদরাসা সংশ্লিষ্ট সূত্রগুলো। এতে তারা মনে করছেন আশানুরূপ ছাত্র পাবেন। বড়-ছোট প্রায় সকল মাদরাসায় লিখিত এবং মৌখিক উভয় ধরণের পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি নেয় হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদরাসা মুহতামিম (পরিচালক) বলেন, বেফাক এবং অন্যান্য বোর্ড পরীক্ষায় তাদের মাদরাসার ছাত্ররা বেশ ভালো রেজাল্ট করেছে। তাই তারা এবছর ভর্তি পরীক্ষা নিয়ে মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিবেন। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও আদরের সন্তানদের জন্য বিভিন্ন সূত্রে তালীম ও তারবিয়ত সমৃদ্ধ ভালো মাদরাসা খুজছেন।
পূর্বের নিয়ম অনুযায়ী বড় বড় মাদ্রাসা গুলো মাত্র তিন দিন ভর্তি নেয়া হবে। কিছু কিছু মাদ্রাসা আবার কোঠা ভিত্তক ভর্তি নেয়া হবে।