সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট

নিউজ ডেক্স
- আপডেট সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৮০ বার পড়া হয়েছে

টেকনাফ চাকমারখুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে লেগেছে আগুন। এ ঘটে ২৪ এপ্রিল সোমবার রাত ৯ টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ইতিমধ্যে পুড়ে গেছে ৩০ টিরও বেশি ঘর জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গারা।
টেকনাফ চাকমারখুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে লেগেছে আগুন। এ ঘটনা ঘটে ২৪ এপ্রিল সোমবার রাত ৯ টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ইতিমধ্যে পুড়ে গেছে ৩০ টিরও বেশি ঘর, জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গারা।
কক্সবাজার টেকনাফ চাকমার খুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একজন বাসিন্দা বলেন, হঠাৎ দেখতে পাই একটি ঘর থেকে আগুন বের হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, চোখের পলকেই অনেকগুলো ঘর পুড়ে যায়, ছাই হয়ে গেছে ইতিমধ্যে অনেকের বাসস্থান।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান আগুন নিয়ন্ত্রণ এসেছে, ফায়ার সার্ভিস কাজ করেছে, আগুনে তীব্রতা বেশি ছিল, ইতিমধ্যে অনেকগুলো ঘর পুড়ে গেছে।