সাবেক নগর নেতার ইন্তেকালে শোক ও মাগফিরাত কামনা
আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফল করার আহবান

- আপডেট সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশর সিনিয়র নায়েবে আমীর ও মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই ও নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা, হামলাকারীদের গ্রেপ্তার এবং ব্যর্থ ও অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে আগামীকাল ১৬ জুন’২৩ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মীসূচি ঘোষণা করেছে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ঢাকা মহানগর যৌথভাবে কর্মসূচি পালন করবে বায়তুল মুকাররম উত্তর গেইটে। বিক্ষোভ মিছিল-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিলকে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত্ব আহবান জানান।
সাবেক নগর নেতার ইন্তেকালে শোক ও মাগফিরাত কামনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল আমীন খান আজ সকাল ৮.৩০ মি এ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেন।তার ইন্তেকালে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন এবং সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামান করেন।