প্রধান নির্বাচন কমিশনার তার দায়িত্ব অবহেলা করেছেন।
মুফতি ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলা খিলাফত মজলিসের তীব্র নিন্দা

- আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজ ১২ জুন’২৩ খ্রি. বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিস। আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে খেলাফত মজলিস চলমান সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। আজ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। একটি দলের সর্বোচ্চ নেতা যেখানে নিরাপদ থাকে না সেখানে ভোটাররা কিভাবে নিরাপদে ভোট দিতে যেতে পারে? একজন মেয়র প্রার্থীর উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমাণ করে এই সরকার দেশে কোন সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দায়িত্ব অবহেলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আমরা সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের লক্ষ্যে অভিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।