সংবাদ শিরোনাম ::
জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে সরব হচ্ছে
রাজধানীতে জামায়াতের ওপেন সমাবেশ : পর্দার আড়ালের নাটক মঞ্চস্ত

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে সরব হচ্ছে। তার প্রথম পদর্শনী হলো আজ শনিবার (১০ জুন) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে দলটি। প্রায় ১০ বছর প্রর প্রকাশ্যে সামবেশ করার অনুমতি পেল জামায়াতে ইসলামী।যদিও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুমতি দেয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। জামায়াতে ইসলামী এমন সময় সমাবেশের ডাক দিয়েছে যখন বাংলাদেশের রাজনীতি মার্কিন ভিসা নীতির কারণে বেশ ঘটনাবহুল হয়ে উঠেছে। গত কয়েকদিন যাবত একটি কথা রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে আসছে, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাথে জামাতের আঁতাত। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহস করে বলেও ফেলেছেন সিট ভাগাভাগির তথ্যটি। কিন্তু বিশ্লেষকরা অপেক্ষায় ছিলেন তার সত্যতার। এখন ঠিকই তার সত্যতা মিলছে। গত ২৮ মে ঢাকায় মিছিল সমাবেশের সহযোগিতা চেয়ে ডিএমপিতে আবেদন করে দলটি। পরদিন ২৯ মে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল সশরীরে আবেদনের কপি নিয়ে ডিএমপি কার্যালয়ের গেইটে গেলেইা আটক হন। নানা নাটকীয়তার পর তাদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচির আবেদন জমা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এরপর অনুমতি পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয় জামায়াতে ইসলামী। তারপরও অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপির কর্মকর্তারা বলেছিলেন, অনুমতি ছাড়া মিছিল সমাবেশের সুযোগ নেই। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি না দিয়ে আজ অনুমতি দিয়েছে পুলিশ। সর্বশেষ ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াতে ইসলামী। এরপর থেকে নানা সময়ে নানা ইস্যুতে ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল জামায়াতের কর্মসূচি।