লোড শেডিং এর অসহনীয় ভোগান্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে –ইসলামী আন্দোলন ঢাকা মহনগর উত্তর

- আপডেট সময় : ০১:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আনোয়ার হোসেন ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম আজ ৮ জুন’২৩ খ্রি. এক যুক্ত বিবৃতিতে বলেন, গত কয়েকদিনের ব্যবধানে বিদ্যুতের লোড শেডিং প্রায় তিন থেকে চার গুণ বেড়েছে। দিনের পাশাপাশি গরমের মধ্যে রাতও কাটাতে হচ্ছে বিদ্যুৎহীন অবস্থায়৷ গরমের মধ্যে হাঁপিয়ে উঠছে মানুষ৷ শিশুরা হিটস্ট্রোক, বয়স্ক মানুষ ডায়াবেটিস, হাই প্রেসারসহ নানা ধরণের রোগে ভুগছেন৷ এই অবস্থায় রাজধানীবাসীকে দিনের অনেকটা সময় বিদ্যুৎহীন অবস্থায় পার করতে হচ্ছে৷ ঢাকার বাইরের পরিস্থিতি আরও নাজুক। বিদ্যুতের অভাবে রাজধানীতে পানি সংকট দেখা দিয়েছে। শিল্প-ইন্ডাষ্টিজে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে বলতে পারেনি৷ তাহলে মন্ত্রণালয়ের মন্ত্রীসহ অন্যান্যদের দায়িত্ব কি? তারা যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে কাণ্ডজ্ঞানহীন প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বহাল তবিয়তে রেখে লাভ কি? অভিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর অযোগ্যতা, অদক্ষতার কারণে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানীর সংকট দেখা দিয়েছে। ফলে দেশবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জ্বালানী ও কয়লা সংকট সমাধানে মন্ত্রী কেন পূর্ব প্রস্তুতি নিলেন না স্বীয় দায়ভার নিয়ে তিনি সেচ্ছায় পদত্যাগ করবেন বলে আমরা আশা করি। দেশের সাধারণ নাগরিকরা বিদুৎ বিল বকেয়া রাখেনা। বকেয়া রাখলে তাদের লাইন বিচ্ছিন্ন করা হয়। তাহলে কয়লার টাকা বাকী পড়লো কেন? দেশবাসী তা জানতে চায়। কোথায় কিভাবে এই টাকা প্রচার হয়েছে তা সরকারকেই খুঁজে বের করতে হবে।