মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ী, অটো রিক্সা ও ব্যাটারী চালিত অটোর লাইসেন্স ফি মওকুফ করা হবে
নগরীতে কেউ অনাহারে থাকবে না ১৭ দফা ইশতেহার ঘোষণা -ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী ফয়জুল কারীমের

- আপডেট সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশ নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর পর এবার ১৭ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ ৮ জুন’২৩ ইং বেলা ১১টায় নগরীর বান্দা রোডে অবস্থিত সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি ১৭ দফা ইশতেহার ঘোষণা করেন।
১২ জুন’২৩ ভোটে তিনি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উন্নত, দুর্নীতি-সন্তাস ও দুষণমুক্ত শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
তার ঘোষিত নির্বাচনী ইশতেহারে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা-জবাবদিহিতা, নগর বিশেষজ্ঞ কমিটি, পয়ঃনিষ্কাশন ও পানি সমস্যার সমাধান, খাদ্যে ভিজাল নিয়ন্ত্রণ, ওয়ার্ডভিত্তিক মাস্টার প্ল্যাণ ও মাতৃসদন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।
এছাড়াও “আমাদের বরিশাল আমরাই গড়বো” শ্লোগানকে সামনে রেখে মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ী, অটো রিক্সা ও ব্যাটারী চালিত অটোর লাইসেন্স ফি মওকুফ করা, ভিক্ষুকদের অসহায়ত্ব দূরীকরণ, বরিশালকে ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার গোষণা দেন।
সকল দল ও মতের মানুষের জন্য নিরাপদ নগরী করার কথা ব্যক্ত করে তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে নগরপিতা বা মেয়র নয় খাদেম হিসেবে কাজ করবো এবং এই নগরীতে কেউ অনাহারে থাকবে না। সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্পৃতি গড়ে তোলার কথা উল্লেখ করেন।
ইশতেহার ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের, মাওলানা নেছার উদ্দীন, কে এম শরীয়ত উল্লাহ প্রমুখ।