নগরীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করবে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

- আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও নগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম গতকাল ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে বলেন, অপরিকল্পিত নগরায়ন, বৃক্ষ নিধন, পুকুর ও জলাশয় ভরাট, খাল ও লেক সুরক্ষিত না রাখার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মানবদেহের সহ্যের বাইরে চলে গেছে। শিশুরা হিটস্টোক আর বৃদ্ধরা ষ্টোক করছেন। জলবায়ু পরিবর্তনের প্রস্তুতিতে সিটি কর্পোরেশন ও সরকারের কোন উদ্যোগ চোখে পড়ছে না। তাই নগরবাসীকে সাথে নিয়ে বৃষ্টি শুরু হলে নগরীতে একযোগে বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। সে কর্মসূচীতে নেতা-কর্মীসহ সচেতন নাগরিক সমাজ, পরিবেশবিদ, সেচ্চাসেবী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করে নেতৃদ্বয় বলেন, এই শহর আমার-আমাদের। আমরাই এই নগরকে বাসোপযোগি করাবো। পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো। পরিবেশ দূষিত করবো না। পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার বর্জন করবো। এটাই হোক পরিবেশ দিবসের প্রতিপাদ্য।