বাজেটে বিদেশে পাচারকৃত ঢাকা ফেরত আনার সুস্পষ্ট কোন বক্তব্য থাকবে না।
ঋণ নয় স্বনির্ভর বাজেট পেশ করতে হবে– ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

- আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহাকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ বলেন, কয়েকদিনের মধ্যে অর্থ মন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। কিন্তু সে বাজেটে বিদেশে পাচারকৃত ঢাকা ফেরত আনার সুস্পষ্ট কোন বক্তব্য থাকবে না। ঘুষ-দুর্নীতির মাধ্যমে যারা গরীবের রক্ত চুষে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে, তাদের সেই কালো টাকা সাদা করার সাংবিধানিক সুযোগের নাম বাজেট। এই বাজেট দেশবাসীর মধ্যে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। প্রস্তাবিত বাজেটে জনগণের প্রত্যাশা পূরণের কোনও সম্ভাবনা নেই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার কোন পরিকল্পনা নেই। জনজীবনে দুর্ভোগ ও বিপর্যয় আরও বাড়বে। উচ্চাভিলাষী বাজেট জনগণকে চরম সঙ্কটে ফেলে দিবে।
বাংলাদেশের শিল্প ব্যাংকগুলো থেকে টাকা দিয়ে ব্যক্তিখাতগুলোকে কৃত্রিমভাবে দাঁড় করানো এবং মুহূর্তের মধ্যে কিছু লোক বেশ টাকার মালিক হয়ে গেল। বাজেট বাড়লো। কিন্তু বাজেটের টাকা যোগাড় না হওয়ায় বৈদেশিক সাহায্য সংস্থা থেকে ঋণ এনে যোগান দেবেন এরকম ঋণ নির্ভর বাজেট আমরা চাই না। নিজস্ব উৎপাদন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করে উচ্চভিলাষী বাজেট পেশ যথাযথ নয়। চাহিদা ও সরবরাহের মধ্যে অসংগতি থাকলে বাজেটের সুফল পাওয়া যাবে না।
গতকাল ৩ জুন’২৩ শনিবার সকাল ১১টায় রাজধানীর ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত একাধিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নূরুল ইসলাম নাঈম, মাওলানা আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, আলহাজ্ব আলাউদ্দীন, মাস্টার ওয়ারেন্ট অফিসার(অবঃ) আমিনুল হক তালুকদার প্রমুখ।
মধ্যবিত্তদের করের আওতায় আনার প্রতিবাদ করে তিনি আরো বলেন, বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় অবকাঠামোগত উন্নয়ন ও মেগা প্রকল্পের নামে লুটপাটের বাজেট পেশ করা হয়েছে। যা দিয়ে নিন্ম ও মধ্যবিত্তদের কোন উপকার হয়নি। আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতির মধ্যে হাবুডুবু খাওয়া মধ্যবিত্তরা যেখানে স্বাভাবিক জীবন-যাপন করতে হিমশিম খাচ্ছে সেখানে তাদেরকে করের আওতায় আনা হলে মরার উপর খড়ার ঘাঁ এর মত দশা হবে।