সংবাদ শিরোনাম ::
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত জাতীয় সরকারের রূপরেখা কী

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন। উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনৈতিক দল, রাজনীতি বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকদের পক্ষ থেকে আসছে বিভিন্ন প্রস্তাবনা। সাংবিধানকি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কার প্রস্তাব রাখবে কারটা বাদ দিবে এটা তাদের এখতিয়ার। তবে বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কর্তৃক ঘোষিত জাতীয় সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাইলে দলের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুফতী মাছউদুর রহমান বলেন, গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনকালীন জাতীয় সরকারের যে রূপরেখা দিয়েছে তা হলো-
– আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
– যারা জাতীয় সরকারে থাকবেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
– বর্তমান জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় সরকার গঠন করতে হবে।
– জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে।
– সংসদ ভেঙ্গে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
– জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী ৩ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
– জাতীয় সরকার গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
– বর্তমান মন্ত্রিসভার কেউই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না।