জি এম কাদের দিল্লি পথে

- আপডেট সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
সস্ত্রীক ভারত সফরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তাদের সঙ্গে রয়েছেন পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা। গতকাল দুপুরে তারা দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জি এম কাদের দিল্লি সফরে গেছেন। এই সফরে তার ভারত সরকার ও দেশটির ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ে বৈঠক করার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জি এম কাদেরের দিল্লি সফর নিয়ে দলের ভিতর বাইরে নানান গুঞ্জন রয়েছে। তবে পার্টির নেতারা প্রকাশ্যে একে নির্বাচন বিষয়ক সফর বলতে নারাজ।
তাদের দাবি, এটি জিএম কাদেরের ব্যক্তিগত সফর। তবে, যেহেতু সামনে নির্বাচন, তাই এ সফরে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। কাল তার ঢাকায় ফেরার কথা।
তবে পর্যবেক্ষকরা মনে করছেন নির্বাচনের আগে জি এম কাদেরের দিল্লি সফর অত্যান্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৮ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তেও এরশাদকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল।দিল্লি থেকে আসার পর এরশাদের নির্বাচনী অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল।পরে আওমী লীগের সাথেই নির্বাচন করেন।