০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন ভোলা জেলা ওলামা তলাবার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করায় বিমানবন্দরে এফবিসিসিএফএএ’র সংবাদ সম্মেলন ক্যারিয়ার বাংলাদেশের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত দলিপাড়া ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু জাফর আলম উত্তরা ১১ নং সেক্টর ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া সেই গুলিবিদ্ধ ইমরান কে দেখতে গেলেন লুৎফুজ্জামান বাবর একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা-মুস্তাফিজ সেগুন গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক জাতিসঙ্ঘ শূন্য বর্জ্য দিবসে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানালেন তুরস্কের ফার্স্ট লেডি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়-মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মওলার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়।’মাশরুর মওলা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেলা ৩টা থেকে এক ঘণ্টার মতো আলোচনা হয়েছে। এ সময় দেশের চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন সম্পর্কে জাপার অভিমত জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। এর জবাবে জাপা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংকট কাটাতে এবং সহিংসতামুক্ত নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মাশরুর মওলা জানান, জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরও জোর দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। তারা কারও শত্রুও নয়।

মাশরুর মওলার ভাষ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, জাপা আগামী জাতীয় নির্বাচন নিয়ে কী ভাবছে। তার প্রশ্ন ছিল, জাপা নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট করবে।

এসব প্রশ্নে জাপার কী জবাব ছিল জানতে চাইলে মাশরুর মওলা বলেছেন, জি এম কাদের জানিয়েছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট হবে কী না, হলে কোন দলের সঙ্গে হবে, তা এখনও স্থির হয়নি। এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে গত ৪ জুনের বৈঠকেও জি এম কাদেরের কাছে পিটার হাস জানতে চেয়েছিলেন, জাপা কারো সঙ্গে জোট করবে কি-না।

মাশরুর মওলা সমকালকে বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা দেশগুলো তাদের বিনিয়োগে সুরক্ষা চায়। বিনিয়োগে সুরক্ষা নিশ্চিত করতে তারা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়-মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মওলার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়।’মাশরুর মওলা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেলা ৩টা থেকে এক ঘণ্টার মতো আলোচনা হয়েছে। এ সময় দেশের চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন সম্পর্কে জাপার অভিমত জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। এর জবাবে জাপা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংকট কাটাতে এবং সহিংসতামুক্ত নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মাশরুর মওলা জানান, জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরও জোর দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। তারা কারও শত্রুও নয়।

মাশরুর মওলার ভাষ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, জাপা আগামী জাতীয় নির্বাচন নিয়ে কী ভাবছে। তার প্রশ্ন ছিল, জাপা নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট করবে।

এসব প্রশ্নে জাপার কী জবাব ছিল জানতে চাইলে মাশরুর মওলা বলেছেন, জি এম কাদের জানিয়েছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট হবে কী না, হলে কোন দলের সঙ্গে হবে, তা এখনও স্থির হয়নি। এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে গত ৪ জুনের বৈঠকেও জি এম কাদেরের কাছে পিটার হাস জানতে চেয়েছিলেন, জাপা কারো সঙ্গে জোট করবে কি-না।

মাশরুর মওলা সমকালকে বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা দেশগুলো তাদের বিনিয়োগে সুরক্ষা চায়। বিনিয়োগে সুরক্ষা নিশ্চিত করতে তারা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছেন।