যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়-মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

- আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মাশরুর মওলা জানান, জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরও জোর দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। তারা কারও শত্রুও নয়।
মাশরুর মওলার ভাষ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, জাপা আগামী জাতীয় নির্বাচন নিয়ে কী ভাবছে। তার প্রশ্ন ছিল, জাপা নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট করবে।
এসব প্রশ্নে জাপার কী জবাব ছিল জানতে চাইলে মাশরুর মওলা বলেছেন, জি এম কাদের জানিয়েছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট হবে কী না, হলে কোন দলের সঙ্গে হবে, তা এখনও স্থির হয়নি। এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে গত ৪ জুনের বৈঠকেও জি এম কাদেরের কাছে পিটার হাস জানতে চেয়েছিলেন, জাপা কারো সঙ্গে জোট করবে কি-না।
মাশরুর মওলা সমকালকে বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা দেশগুলো তাদের বিনিয়োগে সুরক্ষা চায়। বিনিয়োগে সুরক্ষা নিশ্চিত করতে তারা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছেন।