আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ফুটপাত দখলমুক্ত করতে ১১নং সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

উত্তরা ১১নং সেক্টরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেক্টরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ বিষয়ে এক মতবিনিময় সভা ১৬ অক্টোবর’২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি, ড. মুহাম্মাদ দেলোয়ার হোসেন, উত্তরা বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী আরব আলী, সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ জামান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, উত্তরা ১১নং সেক্টর একটি আদর্শ আবাসিক এলাকা হলেও দীর্ঘদিন ধরে সেক্টরের সড়কে ভ্যান, টং দোকান, ঝালমুড়ি/চা স্টলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এতে যানজট, দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে। ফুটপাত দখল করে বাণিজ্যিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে জানানো হয়, আগামী ১৮ অক্টোবর ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে সেক্টরের ভেতরে গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাকে ইতোমধ্যে সোসাইটির পক্ষ থেকে লিখিত চিঠি প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হাজী মোঃ মোস্তফা জামান বলেন,“এটি কারও বিরুদ্ধে নয়, এটি এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে। আমরা চাই অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া হোক। প্রয়োজনে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থানে যাব।”
সভায় সেক্টরের অভিভাবক, নারী প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।










