সংবাদ শিরোনাম ::
ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারী নেত্রীসহ ৩ জন আটক

- আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা। আটক তিনজন হলেন- লাবনী চৌধুরী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)। এর মধ্যে লাবনী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য। বাকিদের দলীয় পদবি জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার ইফতারের পরপরই ধানমন্ডি ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেয়।