শহীদ হাফেজ রেজাউল করীম’র পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহয়তা প্রদান করেন আল্লামা মাহমুদুল হাসান

- আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
শহীদ হাফেজ রেজাউল করীম এর পরিবারকে নগদ ৪ লক্ষ টাকা আর্থিক সহয়তা প্রদান করেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম, বেফাক ও হাইয়াতুল উলয়া চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। শায়েখের প্রতিনিধি দল আজ সকাল ১০টায় তার গ্রামের বাড়ীতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সার্বিক খোঁজ-খবর ও তার মাগফিরাত কামনা করে পরিবারের নিকট এই অনুদান হস্তন্তর করেন। প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মাসরুর হাসান, মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা শফীকুল ইসলাম আল মাদানী, মাওলানা মুফতী আশরাফ আলী, মাওলানা আবু সা’দ বেলাল, মাওলানা আবু সাঈদ, মাওলানা আবদুল মান্নান মাহমুদ, মুফতী বদরুল আলম, মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য গত ২৮ জুলাই ২০২৩ শুক্রবার বাইতুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গনে অনুষ্ঠিত সরকার দলীয় কথিত শান্তি সমাবেশের হত্যা হন হাফেজ রেজাউল। ব্যক্তিগত প্রয়োজনে বায়তুল মোকাররম এসেছিলেন তিনি। কথিত শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে নির্মমভাবে হত্যা করে। এই খুনের সঙ্গে জড়িতদের কাউকে এখনো প্রশাসন গ্রেফতার করতে পারেনি।