মাহে রমজানে মুহূর্মুহূ অপরাধকান্ড ও আইনশৃঙ্খলার চরম অবনতি উদ্বেগজনক -আতিকুর রহমান মুজাহিদ

- আপডেট সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
আজ ১৪ই মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, মাহে রমজানে কতিপয় অসাধু ব্যাবসায়ী ও চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েই চলছে। ধর্ষণ এবং শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে চলছে এক শ্রেণীর পাষণ্ড। এদের ব্যাপারে প্রশাসনের শীথিলতা জাতীকে হতাশ করে। মাগুরার ৮বছরের শিশু আছিয়ার নৃশংস ধর্ষণ ও তার মৃত্যূ জাতিকে কাঁদিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনাসহ সকল ধর্ষণের বিচার প্রকাশ্যে হওয়ার দাবি জানাই।
তিনি আরো বলেন, আইন শৃংঙ্খলা বাহিনীর নিষ্কৃয়তার সু্যোগে দেশে দুষ্কৃতিকারীদের দৌরাত্ম রুখে দিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাজ করছে। যার ফলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, এটা আশাব্যাঞ্জক।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমীন, দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক কে এম শামিম আহমেদ।
সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মাদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আবদুজ জাহের আরেফী।
যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, তথ্য ও গবেষনা সম্পাদক প্রভাষক মুফতী আহমদ আবদুল জলিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুহাম্মাদ মিজানুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী হাফিজুল হক ফাইয়াজ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীকল্যাণ সম্পাদক আল মিজান মোহাম্মাদ নোহেল, উপ-সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর,মুফতী হাবিবুন নবী ইমন, মাওলানা বদরুল হক সহ নেতৃবৃন্দ।