সংবাদ শিরোনাম ::
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন-ইসলামী আন্দোলন

ভোলা প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা কি পরিমাণ তা প্রমাণ হবে।
আজ ১২ সেপ্টেম্বর’২৩ খ্রি. মঙ্গলবার বিকাল ৩টায় ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পদত্যাগের দাবীতে অনুষ্ঠিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন এসব কথা বলেন।
সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি গণজাগরণ ও গণজোয়ারের সৃষ্টি করে। কাংখিত পরিবর্তনের আশায় সর্বস্থরের জনতা ছুটে এসেছে দ্বীপজেলা খ্যাত ভোলার তৃণমূল সম্মেলনে।
আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, মাওলানা মিজানুর রহমান আজাদী প্রমুখ।