সংবাদ শিরোনাম ::
যুব আন্দোলনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলা/মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা আজ ৮ সেপ্টেম্বর’২৩, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মাওলানা মোরশেদুল আলমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য মুহাম্মাদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য মাইনুদ্দিন জামশেদ।
সভায় সংগঠন শাখা সমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

