সংবাদ শিরোনাম ::
নিশিরাতের আওয়ামী সরকার নিজেদের শেষ রক্ষা করতে হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে – শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহনগর উত্তর সভাপতি সাবেক ছাত্রনেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নিশিরাতের আওয়ামী সরকার নিজেদের শেষ রক্ষা করতে হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় আকড়ে থাকতে তারা এতোটাই বেপরোয়া হয়ে গেছে যে, সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ আর ভারত ছাড়া নির্ভরতার আর কোন জায়গা তাদের নেই। দেশকে তারা একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। যে কোন সভা-সমাবেশ করতে পুলিশের অনুমতির নামে হয়রানী বন্ধ করতে হবে। আজ ১ লা সেপ্টেম্বর’২৩ শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর উত্তরা পশ্চিম ১২নং সেক্টরস্থ খালপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, এড. মোস্তাফা আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শ্রমিক নেতা আলহাজ হায়দার আলী, যুবনেতা মুফতী আহমদুল্লাহ আব্বাস, আবু জাফর আলম, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ। তিনি আরো বলেন, উন্নয়ন ও মেগা প্রকল্পের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী সরকারের মন্ত্রী-এমপিরা। আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ঘানি টানতে হচ্ছে সাধারণ জনগণকে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর, তুরাগ উত্তর, উত্তরখান, বনানী, আদাবরসহ বেশ কয়েকটি থানা শাখায় তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, মহানগর ও থানা দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।