ছাত্র ঐক্য গঠনের লক্ষ্যে ১৯ ছাত্র সংগঠনের বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
আজ সোমবার নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র ঐক্য গঠনের লক্ষ্যে ১৯ ছাত্র সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ছাত্র নেতারা বলেন, সর্বদলীয় ছাত্র ঐক্য যে কোন জাতীয় সংকটে ঐক্যবদ্ধ কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্যাম্পাসের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে ছাত্রলীগ যেখানে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি চাঁদাবাজি সেখানেই ছাত্রলীগ। একটি ছাত্র সংগঠনের পক্ষে নির্মমভাবে অন্য ছাত্রকে হত্যা করা সম্ভব নয়, কিন্তু ছাত্রলীগ বারবার শিক্ষার্থীদের খুন ও নির্যাতন করে পশু চরিত্রের পরিচয় দিচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রলীগকে সম্মিলিতভাবে বয়কট করতে হবে।
এ সময় তিনি ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদসহ সকল ছাত্র নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, ক্যাম্পাসে যখন ছাত্রলীগ অস্ত্রের মহড়া দেয়, শিক্ষার্থীদের নিপীড়ন করে তখন প্রশাসন কাঠের চশমা পড়ে থাকে। কিন্তু বিরোধী দল ও মত দমনে প্রশাসন আওয়ামীলীগের মত আচরণ করে৷ যা প্রশাসনের জন্য লজ্জার ও ধিক্কারের এবং জাতির জন্য উদ্বেগ ও উৎকন্ঠার। তিনি এ সময় প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানান এবং অনতি বিলম্বে সকল ছাত্র নেতাদের মুক্তি দেয়ার দাবি জানান।
ওলামায়ে কেরামের মুক্তি দাবি করে তিনি বলেন, চোর ডাকাতদের আদালতে তোলা হয় জামাই আদর করে আর উলামায়ে কেরামকে ডান্ডাবেড়ি পরিয়ে অপমান করা হয়। এই অপমান বাংলাদেশের ছাত্র জনতা কখনোই সহ্য করবেনা।
উক্ত আলোচনায় অংশগ্রহণ করা ছাত্র সংগঠনগুলো হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), বাংলাদেশ ছাত্রলীগ (জাগপা), ভাসানী ছাত্র পরিষদ, খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাত্র ফোরাম, ছাত্র মিশন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, গণতান্ত্রিক ছাত্রদল(এলডিপি), জাতীয় ছাত্র সমাজ(জাতীয় পার্টি,কাজী জাফর)প্রমুখ।
আগামী ০৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করবেন ছাত্র ঐক্য