কো-চেয়ারম্যান থেকে চেয়ারম্যান রওশন এরশাদ

- আপডেট সময় : ০৩:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির নাটকিয় পরিবর্তন থামছে না। আশা করা হয়েছিল এরশাদের পর হয়তো দলে স্বাভাবিক শৃংখলা ফিরে আসবে।রওশন এরশাদা পার্টির সম্মানিত কোন পদে থাকবেন। জি এম কাদের দলের হাল ধরবেন। দলকে ঢেলে সাজাবেন। এরশাদের মৃত্যুর পর শুরু হয় দেবর-ভাবীর বহিস্কার পাল্টা বহিস্কার। একজন চেয়ারম্যান দাবী করে অপরজনকে বাহিস্কার করে। মাঝখানে রওশন এরশাদের অসুস্থাতার কারণে জি এম কাদের নির্ভিঘ্নে কাজ করতে পারলেও দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
মঙ্গলবার সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়াম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’
রওশনপন্থী জাতীয় পার্টির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেয়া সিদ্ধান্ত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।