খতমে নবুওয়াত কমিটি নির্বাচন সম্পন্ন
মাওলানা রশিদ সভাপতি ও মুফতি শফিক সেক্রেটারি নির্বাচিত

- আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার ধোলাইপাড়ের একটি রেস্টুরেন্ট খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর কমিটি গঠন উপলক্ষে আজ বুধবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা আবু ইউসুফ ও মুফতি শফিক সাদীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশিদ আহমদ।
সভায় আরো বক্তব্য রাখেন, নায়েবে আমীর মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মুফতি বশির আহমদ, মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, যুগ্ন মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী, দফতর সম্পাদক মাওলানা আবু ইউসুফ, আল মারকাযুল ইলমী ঢাকার মহাপরিচালক ও বেফাকের আমেলা সদস্য মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, খুলনার হুজুরসহ ঢাকা মহানগর দক্ষিণের ৫ শতাধিক আলেম উপস্থিাত ছিলেন।
সভায় উপস্থিাতদের মতামতের ভিত্তিতে মাওলানা রশিদ সভাপতি ও মুফতি শফিক সেক্রেটারি করে ৭৭ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠন করা হয়।